------------------
হামাগুড়ির শিশু আর
কোমর ভাংগা বৃদ্ধা
অযথা বলে কথা
নেই কোন দ্বিদ্ধ।

কোনটাই নই আমি
বয়স আমার তারুণ্য,
আমীত্ব কেড়ে নিয়েছো
বাচাল তোমার জন্য।

তারুণ্য স্বত্বেও বার্ধক্যের ভাইরাস
এ দেহে সদা উকি ঝুকি
কেমন করে বলি সবাইকে
আমি যে কচি মুখি।

সব কেড়ে নিয়েছো দুঃখ নেই
আমীত্ব ফিরিয়ে দাও,
আমীত্বই অবলম্বন
না হয় জীবন নাও।