---------
জানি না কেন আজ
বাধাহীন বারীতে
নয়ন পলক ঝাপঁসা,

আলোকিত দুনিয়ায়
তবু কেন জানি
সবই লাগছে আবছা।

গৃহকর্তা কর্ম শুন্য
নিত্য কৌঠা খালী
কষ্ট যেন খাচাঁ ভেংগে আসা,

শিশুদের অবয়বে
মলিনতার কালি ।
দেহে রোগের বাসা।

কখন নিভবে
জীবন প্রদীপ
তারই অপেক্ষায় বসা।