--------
তোমার অপেক্ষণ মন উচাটন
জানি কর্ণফুলির উত্তর পাড়ে
বাশঁ ঝাড়ের একান্ত নিভৃতে
আমার জন্য অস্থির পথচারনা করছো ।

আসিবো ক্ষন করিবো শান্তমন
মনের দুয়ারে আমি ,
একটু ওগো আর একটু,
অনেক ধৈর্য্য ধারন করেছো ।

আমীত্বের দাবদাহ কঠিন প্রবাহ
দুঃখের রক্ত কমলের উকিঁ
হঠাৎ বৃষ্টিতে মোর গতিরোধ
এইতো এসে গেলাম একটু বসো ।

না,বৃষ্টি থামছেনা, আর না ,
চললুম বৃষ্টির ফাকেঁ ,
দেহ আজ বড় বেহিসাবি
কি এক অজানায় টানছো ।