-------
আমার গাঁয়ের পাখির কলতান
দেখেছো কি পৃথিবী ঘুরে
এমন সুরের টান ?

এতো সুখের এতো মায়ায়
অকারণে উৎসুখ কৌতুহল
পাখিদের কুজন আর কলতান ।

কোমল পাহাড়ি বাতাসে
বাশঁখালীর কাথারিয়া গাঁ
এসে দুর করো অস্থিরতার বান ।

পশ্চিমে সাগরের গর্জন
পুর্বে পাহাড়ির ঝর্ণাধারা
এসে গাও ভালবাসার গান।

এমন গাঁ খুজে পাবে না
সরলা মনের জোয়ার
শষ্য দানার মধুর ঘ্রাণ ।

স্বার্থক করো গাঁ পিপাসু
সু মনের সকল সুজন
সু মধুর রাখালিয়া বাশিঁর টান ।