গোয়াল ঘরের কোনায় থাকে
খড়কুটায় তার বাস,
নির্ঘুম পাহারা দেয় সে
দিবা নিদ্রার চাষ ।


চোর ডাকাত যাই আসুক
ঘেউ শব্দে তাড়ায়,
ধ্বংসকারী অসুরসহ
তার ভয়ে যে পালায় ।


কুকুর তবে প্রভুভক্ত
নুন খেয়ে গায় গুণ,
মানুষ তো জ্বলে ওঠে
পান থেকে খসলে চুন