দিগন্ত পানে তাকানো  আমার আঁখি যুগল
একবুক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।
তুমি আসার সমান্তরাল সরু পথের দিকে,
আলতা রাঙ্গা পায়ে হেলে দুলে,বাজ পড়া দেহে।
বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে ,জড়িয়ে ধরে
মুখ লুকাবে আমার লোমশ পূর্ণ বুকে।
অঝোরে কাঁদবে অভিমানে,আলতো আদরে আমি
মাথায় হাত বুলিয়ে ভুলে যাবো অতীতের সব কষ্ট গুলো।


আমার মন বলছে ,তুমি আমার হৃদয়ের আহাজারী শুনতে পাচ্ছো,
অনুভব করতে পারছো হয়তো হৃদয় পোড়ুা গন্ধ।
এখনও আমি অনুভবে পাচ্ছি তোমার মায়াভরা মুখে ভাল লাগার
চুমুর সীলগালায় সেই সব মুহুর্ত গুলো,আমার ঝরাজীর্ন আত্মায়
আমার ভীষন্নতায়।
আমি অনুভবে দেখতে পাচ্ছি,তোমার শরীরের বাঁকে
জঙ্গলঘেরা ভুমিতে আমার অস্থীর হস্তচালনা ।
শরিরী বন্ধন আবেগ অনুভূতি বিরহ মিলন সবই আজ অন্তর্নিহীত
মনের মণি কৌঠায়।
আজ খুব স্মরণে আসছে,সকালের সোনালী আলোয়
সুমিষ্টি বাতাসে আমাদের শয্যা বিলাশে চৌঠোটের ঘর্ষন,
আর অস্থীরতার শব্দ।
এসো ওগো,সব ভুলে,পুণ: প্রণয়ে হারিয়ে যাই
সুখের সেইক্ষণে,রচনা করি নব সাজে নব বাসর ।