গতকাল বিকেল থেকে
আলোকিত আকাশের আড়ালে থাকা,
বজ্রঝড় আর অজস্র বিষাক্ত বৃষ্টি,
দেহমনে অনাকাংঙ্খিত
ভু কম্পন বয়ে চলেছে ।


আজ সত্যই প্রকট
বেসামাল দমকা তোমার নিক্ষেপিত,
দুষিত বাতাস অসহনীয় ,
অঝোরে বৃষ্টিতে-
চলার পথ বড় পিচ্ছিল ,
কি দোষে বিধিবাম,
বুঝিতে পারিনেক আমি ।


ভালবাসার প্রাচুর্য আর নক্ষত্র শুণ্য হয়ে
অসত্য আর প্রতারক ভেবে,
ক্ষনিক পর পর,শাবলের আঘাতের মত
তোমার কর্কশ বচন শুধালে আমায় ।


মমতার নির্মমতায় হৃদয় হঠাৎ শুস্ক তিস্তা
উধাও আমার স্বপ্নের বাসর,
ফুলের বাগানে ফূলহীন ঘ্রাণ,
কি এক মহাকাল,
তোমার গ্লোসী কন্ঠস্বরে ।


আমার চেতনা আমার কথন
শব্দ সয়ন্তু রক্তের অনুচক্রিকা,
সবই স্থির এবং স্তব্দ,
জানতাম যদি অপরাধ,নতজানুতে পরম ক্ষমা চেয়ে
হারিয়ে যেতাম অচেনা পথে ।
তবে বিশ্বাস রেখো,তোমায় নিয়ে
এ আমার শেষ কবিতা ।