চলতে থাকো আপন মনে
স্বপ্ন দেখো প্রতিক্ষণে,
আকাশচুম্বী স্বপ্ন নহে
সীমা রেখো সাড়ে তিনহাত ।


অধিক দেখিলে স্বপন
আপন স্বপ্নে হবে কৃপন,
স্বপ্ন শুধু স্বপ্ন রবে
নীদহীন হবে রাত ।


অধিক খাবারে জীবন বধ
অধিক আশায় স্বপ্ন হ্রদ,
গাইতে হবে জীবনক্ষণে
মিঠিলোনা জীবনের সাধ ।


পর কল্যানে হও ব্রত
আসুক তোমার কষ্ট যত,
সৎ চলনে দুঃখ বেশী
তবু সুখের বাজিমাত ।