বেশামাল পিঁয়াজের ঝাঁঝ
জনতার মাথায় বাজ,
সয়াবিন তৈলের উর্ধগতি
পোকায় নষ্ট চাউলের গাছ।


ওহে বংগ জননা
তুমি কিছু বললা,
যাবে কোথাই জনতা
লাগাম কেন ধরোনা।


উন্নয়নে কত কষ্ট
জনতা তবু পথভ্রষ্ট,
সবই তোমার রসাতলে
প্রিয়তা হল নষ্ট।


পেটে যখন থাকেনা
পিঠে তখন সহেনা
মরিয়া হলে জনতা
দমিয়ে রাখতে পারবানা।