আমি গাইতে চাই সাম্যের গান
লিখিতে চাই বঞ্চিতদের কথা,
কাটিতে চাই সমাজ পতির কান,
শব্দের সংযাজনে লিখিতে চাই কবিতা ।


লাঞ্চিতদের লহম টুটে,বজ্রপদে ঝান্ডা তুলে
রুগ্নে ভগ্নের অন্তর্জ্বালা ,উদারনীতি সমঅধিকার,
কেউ খাবে কেউ খাবে না,এমন নীতি ভুলে,
সমব্যথি সঙ্গ করে ,অন্যায় করিবো চুরমার ।


বল না আমায় কবি,আমি আঁধার পথের রবি
জুলুমের হাত ভেংগে দিতে, আমার একাগ্রতা,
রক্ত ঝরুক রাজপথে,তুলুক সাংবাদিক ছবি,
ছাড়ো হুংকার ধরো হাত,যাবেনা রক্ত বৃথা ।