কম্বলের উষ্ণতা যদি
শীতের মাত্রার চেয়ে কম হয়,
ঠান্ডায় অতীষ্ট লাগে ।

শীতের মাত্রার চেয়ে
কম্বরের উষ্ণতা যদি বেশী হয়,
তাও আবার বিরক্তি লাগে ।

সমানে সমান হলে
কাঁথা বা কম্বলের তলে
কি দারুণ অনুভূতি লাগে।

ভালো তো ভালো বটে
অতি ভালো ভালো নয়,
কুসুম ভালো চিরদিন থাকে জেগে ।