এ্যা---
তুমি কি শুনতে পাও ?
আমার আকুতি ভরা আহাজারি কি
তোমার কর্ণ ভেদ করছে ?


জানি শুনবে না ,
তুমি অনেক অনেক দূরে,
মধ্যখানে দীর্ঘ পথ,
বিশাল একটা আকাশ,
শতেক অন্ধকার রজনী
কয়েকটা কাল বৈশাখী
নিঃশব্দ পাখিদের দ্বৈরথের গান ।
দীর্ঘ জলাশয়ের নির্মল জল,
তবু লিখে যাবো ,এ কবিতা যদি
তোমার নজরে আসে—
ন্যস্ত পাজর ফুড়ে আসা একটা দীর্ঘশ্বাসতো ফেলবে ।


সে দীর্ঘশ্বাসে খুজে পাবো হারানো স্মৃতি,
পড়ন্ত বিকালে,
নদী সাগরের মিলন স্থলে,
আমার হাত ধরা মধুময় ক্ষণটুকু,
খন্ড খন্ড মেঘেরা যখন উডতো,
হালকা আঁধার ও ঠান্ডা অনুভূতি,
কি দারুণ উপভোগ করতে –
আজ আমি নিঃসঙ্গ মুর্তিমান,
বিস্ময় আর হতাশা,চৌদিকে ঘুরপাক খাচ্ছে ।
একাকিত্বের ভারে আমি অসহনীয়,
ভাবনারা আজ এলোমেলো,
তবু স্বস্থিতে আছি,শান্তিরাতো ছাড়া পায় ।