পূর্বে পাহাড় পশ্চিমে সমুদ্র
দক্ষিনে জলকদর খাল,
উত্তরে দীর্ঘ সরু পথ,
পথের পরে বাগমারার নাল ।


কাঁথরিয়ায় অবস্থান যার
দীর্ঘ বিলের নয়নমনি,
শইনো পুকুর না শনির দশা
অজনা শোভায় হাতছানি ।


মোষ চড়াতাম সেই বিলে
ছয় গোবরে এক আনা,
গোবর টোকাই নিতো কিনে
দামের বেলায় আপোষ না ।


ভর দুপুরে তপ্ত রোদে
আমরা রাখাল কয়জনা,
সাঁতার ডুবে মরিচ খেলা
আঁখি যুগল লাল নয়না ।


ডাঙ্গুলী খেলার ঘাম শুকাতাম
শইনো পুকুর পাড়ে,
আপন হস্তে ঘামচি চুলকাই
আঞ্চলিক গান স্বরে ।