শুধু
চৌদিকে জল,
ক্ষেতে নষ্ট ফসল,
বিষন্ন আমি নয়নে জল ,
গৃহবন্দি পানিতে স্রোতে ভরা ঢল,
ভাঙ্গিলো মন নষ্ট আশা আঁখিতে জল ।


আমার
বাসস্থান নড়বড়ে,
অন্ন নেই ঘরে
ছওয়াল পাওয়াল কেঁদে মরে,
কেবা আছে একষ্ট লাঘব করে,
বিধির এমন বিধান অন্তর কেঁদে মরে ।


ভাবনা
মহাজনের পাওনা,
শুধিবো কেমনে জানিনা ,
আসিতো মরণ নিস্তার যাতনা ,
করি বিধির আরাধনা বিধিতো শুনেনা ,
জনমদুঃখী কৃষক আমি কোথায় আমার শান্তনা ।