শুন মানব ভাবো এখন
জীবন সন্ধ্যা সম্মুখে তাই,
অর্থবৃত্ত সুন্দর নিয়ে
করো কেন বড়াই ।


দেহ ছাড়ি প্রান পাখি
যদি চলে যায়,
কেমনে নেবে কাঁফনেতে
কোন পকেট নাই ।


অট্টালিকা দালান আর
সম্পদ থাকবে পড়ে,
মৃত্যুর পর প্রজন্মরা সব
কাড়াকাড়ি করে ।


যত পারো আহরন করো
পর কালের সম্পদ,
এ সম্পদই রাখবে শুধু
তোমায় নিরাপদ ।


দুনিয়ার মোহ ত্যাগ করে
পর জীবন স্মরণ করো,
বেঁচে থাকতে পরপারের
আপন সম্পদ গড়ো ।