গভীর রাত,
একটি নিদ্রা বটিকা,
আমার মধুর বচন শুনতে,
তুমি মরিয়া হয়ে ,অপলক দৃষ্টিতে তাকিয়ে,
অনর্গল শুনিয়ে যাচ্ছি,তুমি স্থীর অচেতন ।
হঠাৎ---
দমকা হাওয়ার তান্ডব
চেতনা ফিরে দু বাহুর আক্রমন,
বললাম---এমন করছো কেন ?
তুমি বললে --ভয় লাগছে, আমায় শক্ত করে ধরো ।
বললাম--হা হা হা-পাগলী আমার ,আসো ,বাতায়নে দাড়িয়ে,
উত্তাল প্রকৃতি দেখি দুজনে ।
বিজলীর চমকে, গুডুম গুডুম ধমকে,
বে সুরের দমকা শব্দ,
পুনঃ ঝাপটে ধরলে আমায় ।
ঠান্ডা হিমেল পরশে, ছিটে ফোটা বরষে,
যোজনে যোজন মিশে দুজনে একাকার ।
সপ্তর্ষীভেদে এ আরশের তলে,
প্রেমোময় ইবাদত করি দুজনে ।
এ এক স্রষ্টার অপার দান ।
বার বার বলেছিলে –
এমন দুঃস্ব ক্ষনে,
থেকো আমার সনে,
যতদিন রবো বেঁচে দুজনে,
জীবন আর মৃত্যু সন্ধিক্ষণে।
তুমি আমার শুধু আমার ।