আজিকার মহা রন


বিশ্ব মানবের  ভিড়ে
    আবার আসব ফিরে ,
নয়া যুদ্ধের ডাকে
      বন্দী আপন নীড়ে ।


ক্ষুদ্রাতিক্ষুদ্রের দাপট
     বিশ্ব আজি নাজেহাল,
বিজ্ঞান ক্ষণেক স্তব্ধ,
    কবে কাটবে এ মহাকাল ।


তবুও মানব জাতি ,মানতে
                 নারাজ পরাজয়,।
এ দুর্যোগ হবে যে দূর,
                 জানে সে নিশ্চয় ।


আজি এই মহারনে ,সামিল
            আমি,তুমি ,সবাই ।
মানবিক নয়, সোশাল দূরত্ব
           বজায় রাখি যে তাই ।


এ লড়াই শেষ হলে ,
          আবার  আমার দেখা পাবে,
নতুন প্রভাতের আলোচ্ছটায়,
         সকল একাকীত্ব দূর হবে ।