জর্জ ফ্লয়েড মানে ,
শুধুমাত্র এক কৃষ্ণাঙ্গ  নাগরিক নয় ,


জর্জ ফ্লয়েড মানে ,
শুধুমাত্র নিরীহ এক মানুষ নয় ,যাকে,
শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ,
আমেরিকার এক বর্ণ্যাঢ্য রাজপথে ।


জর্জ ফ্লয়েড মানে ,
শুধুমাত্র  সেই হাজার কোটি মানুষ নয় ;
শারিরীকভাবে ,
মানসিক ভাবে ,
যাদের মৃত্যুবরণ করতে হয় ,প্রতিমুহূর্তে -
ক্ষুধার তাড়নায় ,
বৈষ্যমের নির্মম ঘৃণায় ,
দারিদ্র্যের বিভীষিকায় ,
নির্দয় সামাজিক অবহেলায় ।


জর্জ ফ্লয়েড মানে ,
সমগ্র বিশ্বজুড়ে মানবিকতার দাবিতে ,
প্রতিবাদী মানুষের দীপ্ত কন্ঠস্বর ।
যারা হাজারে হাজারে একত্রিত ,
আমেরিকার শত শত শহরের রাজপথে ।
এদের অগ্নিময় কন্ঠে
একই ভাষা
একই সুর
একই তান ।
স্বৈরাচার নিপাত যাক ,
সকল বৈষম্য নিপাত যাক ,
শোষকের দল নিপাত যাক ।


আগামীদিনে
জর্জ ফ্লয়েডের দল
আমেরিকার রাজপথ থেকে ছড়িয়ে যাবে,
সমস্ত বিশ্বের অলিতে গলিতে ,আনাচে কানাচে ।
উদীপ্ত কন্ঠস্বরে ,
চির ঐক্যের ভাষায় ,
দুর্বিনীত সুরে,ধ্বনিত হবে
শোষণহীন সমাজের গান,
বৈষম্যহীন জীবনের গান,
আনন্দময় মানবিকতার গান ,
শান্তিময় পৃথিবীর গান ।


রঙিন সেই প্রভাতের অপেক্ষায় ,
স্নিগ্ধময় স্বপনের জালবুনে ,
বসে থাকব আমি
কালো আঁধারের গহ্বরে ।