যখন ভাবনার পিঁপড়ে'রা কিলবিল করে চারিধারে
বসি ভুলে যাওয়া বইগুলো ও কবিতার খাতা নিয়ে।ভালো লাগা শেয়ার করি কবিতার খাতায়
অথবা মনকে শান্তনা দেই বইয়ের পাতায়।
যখনি অনুভব করি রয়েছি একাকী লোকান্তরে
খুঁজে বেড়াই তবে সুখ, গল্প-কবিতার ভেতরে।
আমাকে আমি বিলীন করেছি সাহিত্যের সেই ঘরে
যতদিন আছি দমে যদি বাঁচি রবো এই আসরে।