আমরা এখানেই ঘুরে বেড়াই
সকাল সন্ধ্যা রাতে
পাখি ডাকা ভোর কিংবা
বৃষ্টিস্নাত প্রভাতে
আমরা এখানেই ঘুরে বেড়াই
হাসি খেলি গান গাই
মাটির গন্ধ গায়ে মাখাই
আনন্দ পাই, মায়ের মিষ্টি বকাতে।
আমরা এখানেই ঘুরে বেড়াই
কথা বলি বাংলায়
ঘুমাই তার বুকে
বাংলা মায়ের আঁচলতলে
চাই যে আমি ঘুমাইতে।