ছন্দে এসেছে নতুন ভাবে
সাজাবে নতুন করে
ফেলিবেনা আর টুকরো হৃদয়
অবহেলে অনাদরে
ধন্দে ফেলেছে, কি করিবে
বিশ্বাস করিবার নয়
বহুবার বলিয়াছে বহুদিন তার
ছলনায় আশ্রয়।
বিশ্বাস করিয়া বিব্রত হয়েছি
ক্ষতির হিসেবে তত
আঘাতের পরে আঘাত করিলে
ব্যথা লাগে যত।