আমিতো বই নই
আমাকে পড়বে
আমিতো মাটি নই
আমাকে গড়বে।

আমিতো কালের
ক্ষয়ে যাওয়া তারা
পরাজয়ে নুয়ে পড়া
শীতের স্রোতধারা।

মানুষের চেহারায়
সাক্ষাৎ জম
চেহারার সাথে তাই
মিল অতি কম।