বিবেকের মরা পাতায় নিয়েছি যে ঠাঁই
পৃথিবীর বাজারে আজ মনুষ্যত্ব নাই।
এখানে মেলে এখন সহিংসতার জল
চারদিকে দেখি শুধু  হিংস্র কোলাহল।
কুমিরের ভীড়ে নাই মানবতার দেখা
নিজেরা লড়াই ক'রে দেখায় ক্ষমতা।
মেনে নিয়ে চলছি যেন করিয়াছি পণ
লোকালয় আজ যেন ভয়ানক বন।
কুমিরের সাথে লড়ো কুমিরের মতন
মানবতা তোমায় তখন করিবে যতন।
নিজের উপকার যদি নিজে নাহি করি
পশুর সাথে চলো তবে লোকালয় ছাড়ি।
দাঁড়িয়ে দেখার চেয়ে সাথি হয়ে লড়ো
বাঁচো-মরো যাই হোক দেশটাকে গড়ো।
লড়াই করে বাঁচতে হবে কুমিরের দেশে
তুমি এগিয়ে এলে কেউ আসবে শেষে।