মানে টানে খুইজা তুমি
দিন কইরো না মাটি
দুরে রাখো তেলবাজি আর
তালু চাটাচাটি।

চাটুক তারা তাদের মতো
অল্প লোভের বশে
কি হারাইলো কিবা পাইলো
বুঝবে তারা শেষে।

ঠিক রাখিয়া লক্ষ্য তোমার
চলো অবিরাম
তোমার মানে খুঁজবে লোকে
হইলে সফলকাম।