বহুদিন হইল আপ্রাণ চেষ্টায় ক্লান্তির পসরায় শান্তির আশায়
মনের আকুলি বিকুলি শুনি
আষ্টে ছাড়ানো মাছের মতন তুমিও করেছো আমায় যতন
নিজেকে তাই নিজেই শুনি।


ভুলের সায়রে দিয়েছিলাম ডুব তেষ্টা মেটেনি পিপাসিত খুব
চারপাশে ছিলো শুধু লোনাজল,
বিভোর হয়ে পড়ে ছিলাম তখন জাগ্রত হয়ে দেখিতেছি এখন
থেমে নেই তবুও কোন কোলাহল।


ফেরার পথে দেখিলাম কত এগোতে গেলেই বাঁধা আসে শত
নিজ দেশে যেন আমি পরবাসী,
ক্ষতির আশংকায় আছি আমি আজ এ পৃথিবীর কি হবে নাকো লাজ
ময়নাতদন্ত হোক-এ পঁচা-বাসি।