তুমি ডাকবে-
জানি একদিন তুমি ডাকবেই
নির্জনতার ভরাট হৃদয় নিয়ে জনাকীর্ণ শহর ছেড়ে নিরবতায় আশ্রিত হবার সে ডাক।


অসীম সাহস আমার
কোন ভয় আমাকে ছুঁতে পারেনা।
তবুও আমি দূর্বল হবো তোমার ডাকে সাড়া দেবার সাহস থাকবেনা
শুধু কি আমি....
তোমার দেয়া ক্ষুদ্র স্বাধীনতায় ডুবে আছে কতজন?
তাদের পরিনতি কি তারা জানে?
মোহাবিষ্ট হয়ে ভুলে গেছি কত দায়িত্ব
ছিন্ন করেছি তোমার সম্পর্ক, সাময়িক মোহে।


ফিরে আসব-
আসতেই হবে ফিরে
সব ফেরার মত যেন না হয়।
গভীরতায় পুঞ্জিভূত করে দাও নাম, যা তোমার প্রিয়
সে নামেই ডেকো, ফেরার সে ডাক
কোন এক অবেলায়- খেয়াপারের খেয়ায়।