একটাই বাসা, ঘরটা ভিন্ন
পরিবারটাও এক, জগতটা অন্য
কারো হাতে টেলিফোন
কারো মাথায় টেনশন
কেউ করে আলাপন

কে কি করছে, কে কি ভাবছে
দেশ কি ডুবছে
কোন দিকে মন নেই

চারপাশে শোরগোল, দেশ গেলো রসাতল
মাদকের থাবায়
ফেসবুকে পোস্ট দেয়, কত লাইক-শেয়ার নেয়
অর্থলোভের আাশা।

তামাশা দেখছি তাই আজ লিখছি
কার সাথে কার মিল
বিপদ দেখে ফেলে যাই
আমার কি দায় নাই
বিবেকের সাথে আজ মানবতার নাই মিল।