সে বুঝবে না, তাকে কতটুকু চাই!
দৃশ্যপটের পরিবর্তনে কিংবা বিরহ যাতনে
যখন নিরুদ্দেশ হবো।


ভোরের কাক আর ডাকবে না,
কোন পাখি গাইবে না গান।
একাকী পথের বাঁকে, রবে তখন নির্বাক
যদিও জনপথ থাকিবে বহমান।


তখন বুঝবে,
এখন যা বুঝিতে পারো নাই।