অসীমের পথে আমার এই পথচলা
  যে পথের কোনদিনও হবে নাকো শেষ
  দিনে দিনে কালের গর্ভে হয়ে যাবো নিরুদ্দেশ।


  শুন্য থেকে যে আমার হয়েছিল শুরু
  আজ পেঁচানো বাঁকের সমাপ্তির টানে
  স্রোতহীন, তবুও ভেসে যাচ্ছি অজানার পানে।


  কি পেলাম আর কি'বা হারালাম
  যন্ত্রের হিসাবে মেলাই'নি কোনদিন
  প্রাপ্যতা কতটুকু আর কি'বা ছিল মোর ঋণ।


  শুরুটা যেখানে মহাকালের পাতায়
  স্মৃতিরা জমা হয়ে আজ কালো অক্ষরে
  জোট বেঁধে তারা শুধু তাড়াবার মন্ত্র পড়ে।


  মিশে যাওয়া পথের বাঁকে আজ আমি
  রিক্তহাতে দাঁড়িয়ে কেউ নেই পাশে মোর
  জানি এ পথের সীমায় শুধু শুন্যতার ভোর।