আমি নশ্বর নই
তবুও করি অকারণে হইচই
কখনো দেখিনি চেয়ে,
ছিলাম আমি কোথায় আর এলাম'ই বা কই।


আজ পিঁপড়ের পিছু চলি
এলোমেলো আঁধারের কত শত গলি
লাভের হিসাব শুধু খাতায়
কতটা লাভ কতটা ক্ষতি দেখা হয়নি কভু নিজ কানমলি।


রক্ত এখন লাল জল
মাঝে মাঝে শুধু করি মোরা কোলাহল
বলো-এভাবে আর কত
মানবতার জলাঞ্জলি, সন্ত্রাসের ছুড়িতে হবো কতল।


শিশুরা পায় না নাজাত
হয়ে গেছি মোরা নমরূদের করাত
কখনো ভাবিনি তাই
আমার ঘরেও আসিতে পারে সুর্যডোবা রাত।


চারদিকে আজ হাহাকার শুনি
প্রলয়ের আগে মোর বিদায়ের দিন গুনি
পৃথ্বি আমায় বিদায় দাও
নহে, তুমি শুনিয়ে যাও সোনালী দিনের সোনালী ধ্বনি।