প্রয়োজনে পাশাপাশি
জানে না কেহ,
জল-স্থল দুটি ভাগ
এক তার দেহ।

অগোচরে মিটায় যে
শহরের প্রয়োজন
তবুও নাই তার
দেখাবার আয়োজন।

জল যদি শুকিয়ে
স্থলে রুপ নেয়
স্থলের প্রয়োজন
মেটাতে হবে দায়।

নিজেদের প্রয়োজনে
বাঁচানোর অঙ্গীকার
জল হোক, স্থল হোক
রাখিবো পরিস্কার।