কতজনে বেঁচে থাকে নিয়ে কত পক্ষ
পরাধীনে স্বাদ নাই-তাই নিরপেক্ষ


যাতনা ভুলিতে কভু না হলেম শক্ত
সংসারে মন নেই, বলে অনাসক্ত


মাঝে মাঝে ভুল বুঝে যখন হই জেদি
হবে না তোমার বলে মোর গিন্নি
উপদেশ দেয় মোরে হও বৈরাগী


বন্ধনে আছি তবু আমি যেন একা
তর্ক কি বিতর্কে থাকি উদাসীন
সম্পর্কহীন মন নিয়ে মনের জগত দিয়ে
হিসেব কষি; কতটুকু আমার ঋণ।