কেউ ডুবে ডুবে জল খায়, কেউ তলে তলে টেম্পু চালায়।
কেউ তাকিয়ে বারান্দায়, আছে কি কেউ তার অপেক্ষায়!
কেউ থাকে একাকী, এক জোড়া দৃষ্টি রেখে জানালায়।
কেউ অচেনা স্বপন দেখে,মাঝরাতে কি জানি কাকে হাতরায়।
কেউবা ঝুম বৃষ্টিতে ভেজে, মনের রঙিন ডানা মেলে ছুটে বেড়ায় অজানায়।
কেউ উদাসীন, ডুবে থাকে মধুর ভাবনায়।
হাতে হাত রেখে কেউ স্বপ্নে বিভোর, মিশে যায় মোহনায়।
কেউ কারো মত নয়, সবাই চলে আপন আপন  ধারায়।
কেউ বা পায় সে যা চায়, কেউ বা সব ই হারায়।
                  তবু দাড়িয়ে থাকে ঠায়, মনের বারান্দায়।।
             ১৭/০৯/১৫