কোমল মনের মানুষ আমি,
কোমল গ্রামে বাস।
কোমল ছিল আমার বাড়ি,
কোমল তারই চারিপাশ।
এসেছি এমন এক শহরে,
এ কেমন বেশ যেথায় নেই কোন কোমলতার রেস।
সবাই সেথা থাকে হট্টগোলে,
আমি এসে পরেছি একি গোলমালে।
হারাইয়াছি হেথা আমার  কোমলতার রেস,
হারাইয়াছি আমার প্রকৃতির সকল মলিন আবেশ।
এ কি আবাস নাকি দুঃখ পরবাস,কিছুই বুঝি না
দেখে নতুন সব সাজবাজ!
হারাইয়াছি আমার চঞ্চলতার সোহার্দ্য সন্নিবেশ,
আমার মনে ছিল প্রকৃতি প্রেম,
হারাইয়াছি দেখে অট্টালিকার সমাবেশ।
গড়তে শহর!
হারাইয়াছি আমার কমলতার সব আবেশ,
এ কি আজব শহর এ কি আজীব বেশ।