তুমি এসে ছিলে হায় কাল রাতের স্বপ্নে,
কতো অনুনয়-বিনয় করে বলে ছিলে,
আমার হাতটা একটু ধরনা,দেখ;
আমি রেশমি চুড়ি পড়েছি খোঁপায় জবা,
ঠোঁটে আলতা পরনে রঙিন শাড়ি,
তোমার পছন্দের যেমনটা।
আকাশে ভরা চাঁদ পূর্ণিমায় ছলছল করছে,
তুমি যদি একটু ছুয়ে দাও আমি ভাসি সর্গিয় সুখে,
কতো মধুর আলাপন ;
মরীচিকার আশ্বাসের মত আলোতে হারায় সবই।
শত ব্যস্ততায় শত কাজের ফাঁকে ভাবি তোমায়,
মনে করি সেই স্বপ্ন যদি সত্যি হয়;
স্বপ্নের সুখ আমার হৃদয়ে স্পন্দিত,
তোমায় নিয়ে কতো স্বপ্ন বুনি-
সেই কলেজের করিডোর থেকে আজ অবধি।
আজও তোমায় ভেবে কতো কিছু করেছি,
বন্ধুদের কাছে তোমার রুপের বর্ণনা,
কতো কতো গল্প, ছোট দু-এক সারির গান,
কবিতা, ছোট ছোট কিছু দৈনন্দিন আনন্দ।
এ ভাবেই তোমায় নিয়ে আমার দিন কাটে,
অজানা সুখের ভুবনে একাই ভাসি আমি ;
তোমার কি পারে না মনে সে দিন গুলোর কথা?
কতো কৌশলে তোমায় দেখেছি,
কতো বন্ধুদের যাতনা সয়েছি,
কতো ফুল তোমায় দিয়েছি,
কতো ভুল শুধরিয়ে নিয়েছি,
জেনেছি তোমার কুশল।
কতো চঞ্চল ছিলে তুমি সদা সকাল সাঁঝে,
তোমায় ভেবে আমি একা কাটাই দিন,
তুমি কি ভেবে আমায় করেছো হীন।
হীন করো পরও ভাবো নেই কোন বাঁধা,
রাত্রিদেশে স্বপ্ন বেশে আসতে তোমায়-
দেবনা তো বাঁধা,
আজও ভাবি তোমায় আমার স্বপ্নবিলাসী রাধা।