কতো পথের শেষে শুণ্যতা এসে,
হতাস করে কতো বার;
জানি আবার আসিবে ফিরে!
আমরা সাঁঙ্গ করিবে পারাবার।
আশাতে বাঁচি প্রাণের আঁশে,
তবুও তুমি যদি ফিরে না আসো,
আমরা ভালোবাসা কী?
মুল্যহীন তোমার চিত্ত নাশে।
কে-বা তুমি আছো কতো দূর,
আমায় কি ডাকবে না;
আমায় দেখবে না;
হৃদয়ে বাজিয়ে চেনা কোন সুর।
দিনে-তে নয়,নয় কিংবা আলোতে,
আঁধারেই এসো ;
এসো আমার আলোরিত স্বপ্নে।
স্বপ্নেই বেসো ভালো, স্বপ্নেই করো বসবাস।
আমারি মাঝে থেকো তুমি,
তোমারই প্রত্যাশায় আজও স্বপ্ন দেখি ।