আমি তো ফুল নোই সখি,
সৌভিত করিবো তোমার অঙ্গন।
সৌরভে মোহিত করিবো তোমারে ;
আমি কি ফুল সখি?
আমি তো মনিবের ধন,
ঋষি জনের সেবা দায়ী।
নিত্য জনের নিত্য অনুরাগে,
অসহায় আমি এ ধরায় কর্ম বানিজ্যে;
হৃদয়ের সুগন্ধি শুকায় তোমার বিয়োগে।
আমি কাগজের ফুল সখি গন্ধ কোথায় পাবো,
আমায় ভুলিও সখি আমার ভালোবাসা না ভুলিও।
আমার স্মৃতিগুলো সাজিয়ে রাখিও সখি,
আমি না হয় পরবাসে রহিবো।
আমায় ভুলিও সখি আমার ভালোবাসা না ভুলিও।
ভুলিও সখি তুমি সেই নিশীথের কথাগুলো,
সেই প্রেম না কখনো ছাড়িও।
মনে রেখো শুধু সেই শপথের কথা,
প্রমাণে চন্দ্রতাঁরা আকাশের বিশালতায় ছড়ায় ধ্রুব ধারা।


আমি কি ফুল সখি,
কেমনে গাঁথি তোমার জন্য রুপমালা ;