আমি এক পথ শিশু এই রাজপথের,
চলছি শুধু চলছি,
রুদ্ধ রুগ্ন ক্লান্তিময় এক দেহ নিয়ে।
আমি তো পথিক নই,
নই আমি বিভীষিকা,
আমি তো ক্ষুধা দেশের একজন সৈনিক ;
চিরন্তন যুদ্ধ বেশ আমার দেহশ্বাসে,
পেটের কিনারায় মেঘ গজরে,
ক্ষুধাধার চারিপাশ ;
পিপাসার স্রোত নিয়ে বহে কন্ঠনালীর দীর্ঘশ্বাস।
পথের পানে চেয়ে রই,
দূর আকাশ ধুঁ ধুঁ পান্তর,
আমি একা পথিক আবেশ ;
প্রান্তরের বুক চিরে এক ধুলার কানন-
ভাঙিয়া এক রুপালী রাস্তা।
চারিপাশ শুধু মরিচীকার আশ্বাস,
ক্লান্তির রুদ্ধশ্বাস ভেঙে,
চলছি শুধু চলছি;
পশ্চিমে আকাশ ভাঙ্গিয়া আসে,
নিমিষেই ঘন-কালো আঁধার,
চারিদিক থেকে ঘিরে নিলো আমায়।
বুঝলাম রাত নামলো,
রাতের আকাশ তারায় ঝলমল।
আমার কান্নায় ধুলারা টলমল ;
রাতের আকাশে চাঁদ দেখে মনে হয়,
এক টুকরো.............নাই-বা বললাম।
সুদূর যাত্রা শেষে নির্দ্রা আসে,
পরিসর হয় অট্রালিকার পাশে।
রুদ্ধ দেহ শ্বাসে নুয়ায় তনু বৃক্ষ ছায়া পাশে।
আমার ক্লান্ত শ্বাসে অন্ধকার হাসে,
উপহাস ভেসে আসে নিরব চারিপাশ হতে।
আবার ভোরের ডাকে, সুর্যের আহবানে,
মোর চলার শুরু হবে এই ব্যস্ত শহরে,
আমি এক পথ শিশু এই পরিচয়ে;