লিখবো তোমার আলাপন,
থেমে রয় আমার কলম অপেক্ষায় ;
আসবে তুমি হাসি মুখে,
ফুটবে মধুময় কথার মালা।
লিখবো  তা অপেক্ষায় যুগ ধাবিতেছে,
শুকিয়ে বিবর্ণ হয় আমার কলমের কালি;
লিখবো সাধুবাদ জানবো যুগ জনমের প্রেমপ্রীতি।
অপেক্ষার ঘড়িটা কেবল আমার আক্ষেপ,
তা আর দেখে না কেউ!
জানেনা তার আবর্তন কি দিন রাত,
জাগি রাত্রী অধীর আগ্রহে,
নতুন কথার শানে, তুমি আসবে
বলবে কথা অপসরার মতো রুপ লাজে।
জানি না আমার আঙুল দুটি কেন অভিমানী?
তোমার অবহেলায় কলম ধরতে চায় না,
চায় না আমার  ইশারায় চলতে,
আমার কথাগুলো লিখতে।

তোমার কথাগুলো সাজাতে এ অপেক্ষা,
অপেক্ষা কেবল আমার হাতের কলমের,
বদলে যাবে আমার খাতার পাতার সয়ম!
যখন ফিরবে তুমি,
ফিরবে শরৎ পূর্ণিমা সঙ্গে নিয়ে,
তারাদের উজ্জ্বল সমাবেশ আর
রুপালী জলের সায়রে মৃদুতরঙ্গ তুলে শাপলার বিলে,
শাপলার পাপড়িতে পাপড়িতে তোমার সুবাস।


অপেক্ষায় আমি ;
আমার হাতের  নির্জন কলম,
লিখতে তোমার আলাপন।