বেঁচে রই কেবল স্মৃতির বাহুডোরে,
বসন্ত আসে ফিরে প্রকৃতির সায়রে।
ফিরে আসো প্রিয় তুমি ;
ফিরে আসে তোমার সুখের দিন,
আমার জন্য কেবলই বিষাদময় স্মৃতি!
কিবা মূল্য বলো তোমায় স্মৃতি করে,
বিষাদের বেদনায় হৃদয় দগ্ধ!
অভুক্ত দেহ শুকায় হয় বিবর্ণ ;
তোমার দেহে যৌবনের জৌলুশ,
রেশম উজ্জ্বল বর্ণ তোমার সরবর।
অবহেলায় আমি সভ্যতার বাহুডোরে,
না জানি ভবিষ্যৎ না চিনি মানুষ!
স্মৃতি হাতরায়ে স্বপ্নের পাতায়,
বেঁচে রই কেবল স্মৃতির বাহুডোরে।