এ ভাবেই শুরু এইতো সে দিন,
ছোট্ট একটা পাখি আমি,
মায়ের ডানার ভেতর থেকে উঁকি দিয়ে,
চুপি সারে দেখতাম পৃথিবীটা।


কতো কতোই না সুন্দর পৃথিবী!
আজ আমি পৃথিবীতে বহমান,
মা আমারে কতো আদরই না করতো!
মুখে পুড়ে খাইয়ে দিতো রাখতো আমরা সব খবর।


উড়তে পারতাম না পারতাম না চলতে,
আমার ডানায় ছিল না কোন পালোক,
মা উড়ে যেত ফিরে আসতো,
দেখে কতো বাসনা জাগতো যদি পারতাম উড়তে।


আজ আমার ডানায় নতুন পালক শিখেছি উড়তে,
চলতে ভুবন টাকে নিজেতে গড়তে।
এই চলতে উড়তে মা যে মোরে গেছে ছেড়ে,
চিরদিনের তরে একলা একা করে।


ভুবন মাঝে রহিলাম পরে একা,
লয়না মোর খবর কেহ ডাকেনা আমায় খোকা।
সারাদিন উড়ে ঘুরে ঘুরে থাকি হয়ে ছন্নছাড়া,
এ পৃথিবী মাঝে আমি যেন শুধু এক;


চাহেনা কেহ আমায়  মা'গো,
মন্দ ভাগ্য আমার তাই হারাইলাম তোমায়।
কত স্বপ্ন দেখতাম দুচোখ ভরে থাকতাম যখন তোমার কোল জুড়ে।
আজ স্বপ্ন সবই ললাটে খণ্ডন।


এতো সুন্দর ধরা মোর লাগে নাতো ভালো,
মা তুমি নেই পাশে মোর জীবনের আশে,
আশাহীন জীবন বিলীন হবে মা কবে,
কবে যাবো তোমার দ্বারে না ফেরার দেশে।
চিরকালের নব আনন্দ তোমার কোলে,
মা কাটাবো জান্নাতেরি সুখে;


সুখের আশা এতো টুকুই মা-
আমার ইহকাল জুড়ি,
প্রার্থনা  বিধাতার দ্বারে,
পাই যেন মা তোমায় জান্নাতের দ্বারে।