আজ এ কার্তিকের রাতে,
ইশারায় ডাকে আকাশ,
নক্ষত্র থেকে নক্ষত্রের গায়ে অনুশুপ্ত আলো ;
ছুটাছুটি এলোমেলো চলাফেরা।


আজ আকাশে শুপ্ত আলোর মিছিল,
এ কী!শত যুগের ঘুম থেকে তাঁরাও জেগেছে,
আজ কতোটা খুশি নহ্মত্র রাজি,
তবে কেন এতো ছুটাছুটি এলোমেলো চলাফেরা?


এতো বড় অকুল আকাশ,
এতো আলোক সজ্জা,
এতো নহ্মত্রের আগমন,
কেবলমাত্র তোমায় খুঁজি।


তোমায় তো দেখিনা,
দেখিনা তোমার কোন চলাফেরা ;
আজ আমি  এ রাত্রি জাগি,
জাগি জীবনের শীয় সময় তোমার অপেক্ষায়;


আর কাকে চাইবো বলো?
কাকে পাবো বলো এতোটা অনায়াসে,
তুমি যদি ফিরে দেখ;
ছুটে আসো আমার প্রাণে।


তুমি দূরের অতিথির মতো,
আমার দরজার পাশ দিয়ে না যাও বহুদূর,
চলে যাওয়া পথের শেষে,
ছুটে এসো আমার দুয়ারে।


তোমার শানে অবরুদ্ধ হবেনা মোর দ্বার,
অপেক্ষায় বহমান,
আমি  চিরকাল।