আমার আঁকা ছবিটা
এখনো রঙিন, ফিকে হয়নি তার রঙ্গ;
তাই এখনো শোভা পায় তোমার দেয়ালে।
কিন্তুু আমি না!
আজ তাদের তিনজন কে দেখলাম,
আগের মত উজ্জল চঞ্চল উৎফুল্ল্য,
যারা আমায় চাইতো;
যারা আমায় ভোলাতে                            
আমার আঙ্গিনায় ফুল ছড়ায় তো,
আর আমি, বোকাটা;
আমার আঙ্গিনার সমস্ত ফুল দিয়ে
সাজাইতাম তোমার অঙ্গন।
ছড়াইতাম তোমার পথে পথে,
সাজাইতাম তোমার বাড়ির চারি ধার।
পুর্নিমাতে দাড়িয়ে তোমার জানালায়
কতো গোলপে সুরভিত করেছি তোমার বাসর।
সেই তুমি ;
আজ আমার দেয়ালে স্মৃতি ।