পৌষের চাঁদ শিয়রে,
ঢালিতেছে জোছনা শিশিরের সরবরে।
আমার স্বপ্নগুলো পৌষের শীতে জমাট,
ললাট ঠুকে কি বসন্ত আসবে ভুবনে?
পৌষ কি কোনোই শোভা ছড়ায় না!
পৌষ আদর কি কাছে আসে কারো;
মনে পড়ে প্রিয় ভাষিণীর কথা,
অভিসারিণীর ভেজা চুলের সুবাস,
ভুলিয়ে দিতে চায় তার ভেজা পায়ের রুপ।
পৌষ তুমি কিসে এতো অভিমানী?
পারোনা কি বিকেলের সমিরন সামলাতে,
পারোনা কি প্রিয় সঙ্গীকে ফেরাতে।
কেবল পৌষের চাঁদ জোছনা ঢালে একা,
পৌষ আদরে যৌবনের শিরায়;


অভিসারিণী অভিমান ভুলে,
জমাট স্বপ্ন ভেঙে ফিরে এসো,
আমার সরবরে ;