হে অচনা                                            
  চেনা মুখের পিছে আছো তুমি  লুকিয়ে
অচেনা  বেশে সুখের  আশে,
কাছে থেকেও থাকো বহুদূর।
হে অচেনা
হে অধরা অহনা,
পরিশেষে চিন আমারে,
আমি এক তৃষনার্ত পথিক
খুঁজি ভালবাসার অমৃত সুধা,
পাশে আছো হয়তো ওড়নায় ডেকে মুখ
ফিরে দেখ স্বাগত জানতে  তোমায়
দাঁড়িয়ে আছি নিয়ে ভালোবাসায় ভরা বুক।
হে অচেনা
স্বাগত জানতে তোমারে আসবো নিয়ে,
চাঁদের হাসি মুঠো মুঠো আলোর রাশি।
এসো প্রিয় আমার  কুন্ঞ্জে
সাজিয়ে রাখাবো তোমায় বসন্ত রঙ্গে।
হে অচেনা
ফিরে চাও ফিরে চাও
তোমার পাশে অগোচরে।