আজ পৃথিবী তুমি অজস্র শতাব্দীর পুরোনো,
কতো কালে কতো জন্ম তুমি দিয়েছো।
কতো কতো নর-নারী তোমার কোলে ;
চির নিঃশেষের শেষ তারকা পুঞ্জ।
কতো জনেরে তুমি গর্ভে করেছো ধারণা।
কতো জনেরে করেছো তুমি নক্ষত্রের সমকহ্ম।
তবুও আজ সকলে তোমারে আপন ভাবে,
গভীর শ্রদ্ধায় তোমারে বুকে রাখে ভালোবাসা দেয়।
কতো জন্মের আবর্তন তুমি করেছো,
কতো শোক তোমার নগরীর গায়ে,
যা চেয়েছি,সব কেরেছো?
হারায়াছি কোন এক নারী যে জীবনের আশির্বাদ।
পৃথিবী তুমি, তোমার বুকে সবই ধরে রেখেছো?
রাত্রি অন্তিমে সুর্য্যদয়,সুবিশাল জলধারা,
বহমান স্রোত,ঝিনুকের গায়ে আলপনা।
সবুজের সিগ্ধতা আর অজস্র প্রাণের কলাহল।
কেবল হারায়াছি আমি প্রেম নামক প্রাণ।
ভালোবাসার আদর প্রিয় নিভরিত সুখ।
আজ শতকোষ পারে যেথায় আমার পা পরে
সেথায় আমার প্রিয়জনের বিয়োগ ব্যাথা
পৃথিবীর সুখের কথা বলে।