মায়াবী নদী তুমি জন্মভূমির বুকে,
মায়াবী স্নিগ্ধতা তোমার এই জলে।
সোনালী পূর্ণিমা তুমি আমার হৃদয়ে,
তোমার এই জলের প্রহার,
অদ্যাবধি তীর ভাঙ্গে তাহার।
ঘোলা স্রোত  টানে, পাক খায়
সুরঞ্জনার নৃত্যের ছন্দে  ছন্দে,
মায়াবী নদী  তুমি বিশ্বাস মোর প্রাণে ;


মায়ায় ভরা কোলাহল গুমাণীর তীরে,
গুমাণীর তীর লোকে লোকারণ,
এ যেন সাজানো মায়াবী এক বন।
আজ এই কৃষ্ণচূড়ার তলে বসে,
নিবিড় তৃপ্তি আনে গুমাণীর টানে।
গুমাণীর বুকে বাজে সুরের মূর্ছনা,
লোকালয়ে কোলাহল গুমাণীর কলতান,
এ যেন চঞ্চলতার সুর অবিরাম।


গুমাণীর ভরা বুক যেন অনন্তযৌবনা,
কতো কালের গজব গজরে বুকে,
তবু্ও  রাখো (মায়াবী নদী) তুমি,
মোদের তোমার আকরে;