তনুশ্রী এসো,এসো
আমার ঘরে নয়,
অন্য কোথাও রাখো
কী চাঁদ নিয়ে এসেছো?
রাখো দুয়ারেই রাখো।
তুমি এসেছো আমার শহরে,
যেথায় অন্ধকার;
তুমি আসলে জোছনায় ভাসে এ শহর।
প্রতিফোলিত আমাতে,
তনুশ্রী আবার এসো ফিরে,
শান্তির পরশ বুলাও
আমার সারা শরীর জুড়ে;
কেন তুমি উড়ে যেতে চাও দুর অজনাতে,
ফিরে চাও
ও গো ফিরে চাও এই অরণ্যে।
ফিরে এসো পাশে বসে
আদরে ভোলাও আমারে।
তনুশ্রী আবার ফিরে এসো
আমার পুরনো স্বপ্নের আবাসনে।