শীত রাত;
নিভৃত ঘুম,
প্রশান্তির ঘুমে প্রকৃতি।
শীত আদরে মটরশুঁটি শিশিরে ভিজে,
ভিজে আদরে পথের  সলীল স্বপ্ন।
ঘুম আদরে কাবাশের উষ্ণতায়,
সুখি তুমি  পৃথিবীর সজ্জায়।
আজ আমি অবহেলিত,
শীত আদরে সঙ্গহীন শীতার্ত,
কুয়াশার চাদরে পথে শেষান্তে।
আজ শীত রাত ;
মনে করায় স্মৃতি,
জীবনের জয় গান যা নিমিষেই শেষ
এ যেন শেষ  না হওয়া শীত রাত।
প্রিয়;
শীত রাতে ফুলগুলো আর সুবাস ছড়ায়না,
আমাকে পেয়েও ;
তোমার সঙ্গবীনে
বিরহে কাঁদে ফুল কানন,
হরায় রঙ সুবাস।
আজ শীত রাতে ;
তোমায় ফিরে পেতে শুধু আমি না
আর্তনাতে কাঁদে কুয়াশা।
ভিজিয়ে ভাসায় ফসলের মাঠ;
তোমার শূন্যতায়,
ডুবে যাই কুয়াশার আড়ালে।
আমাকে ফিরিয়ে নাও!
ফিরে এসো শীত রাতে।