আমি এক,
হাত বাঁধা মানব।
অনেকে আমার জীবনে,
করেছে হস্তক্ষেপ।
আমার চলার পথে,
দাঁড়িয়েছে দেওয়াল হয়ে।
সুখের প্রদিপ আমার,
নিয়েছে কেড়ে।
আবির্ভাব হয়েছে বারংবার,
আমার সম্মুখে-
হয়ে মানব নামের দানব।
আমি এক,
হাত বাঁধা মানব।
আমার চলার পথ,
হয়েছে আঁকা-বাঁকা।
আমার হাতে পড়েছে,
হাত কড়া।
আমার ডানা দুটি,
দিয়েছে ভেঙ্গে।
ইচ্ছে করলেও পারিনা,
স্বাধীন ভাবে উড়তে-
মুক্ত ঐ আকাশে।
কেন ওই বৈরিতা,
আমায় নিয়ে?
কবে হবে আমার,
দুঃখ গুলো লাগব।
আমি এক,
হাত বাঁধা মানব।
সবার মত আমিও চাই,
ভালবাসতে।
দূর আকাশের পানে-
তাকিয়ে লাল-নিল,
স্বপ্ন বুনতে।
হাসতে চাই প্রাণ খুলে,
দুঃখ গুলোকে ঝেড়ে ফেলে।
সাধারণ জীবনে,
আমি হতে চাই-
একজন মুক্ত নবাব।
আমি এক,
হাত বাঁধা মানব।
---------------————————-